বিদায় বেলা
- সিবগাতুর রহমান ২৬-০৪-২০২৪

বিদায় বেলাতে মা'গো আমার
ক্ষমা কর অপরাধ
দুঃখে ও সুখে তোমারে সেবি
মিটিলনা মোর সাধ।

শত অসুখেও আগলে রেখেছ
আমারে বুকের ভেতর
ফেরাতে পারিনি তোমায় মা'গো
ফেটে যায় অন্তর।

আমি যে তোমার নাড়িছেঁড়া ধন
রেখেছ আঁখি পাতে
সেই আমাকে ছেড়ে গেলে তুমি
এ কোন আঁধারেতে।

দুহাতে আমারে বুকেতে জড়িয়ে
খেলেছ কত খেলা
আমারি বাহুতে জড়িয়ে দেখেছি
তোমার বিদায় বেলা।

মাটির ঘরেতে শুয়াইয়ে এসেছি
তোমারে নিজ হাতে
দোয়া করি মা’গো রাখে যেন প্রভু
নিরাপদে জান্নাতে।
***

রচনাকালঃ ২৫ মার্চ ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।