অহংকার
- সিবগাতুর রহমান ২৬-০৪-২০২৪

অর্থবিত্ত জনবল আর
পেশির বড়াই করো না
দেখো নাকি চেয়ে স্রষ্টার আছে
জিকা রুবেলা ও করোনা?

যদি নেমে আসে মর্তে
পারবে না তারে ফিরাতে?
যতই থাকুক শক্তি সাহস
দুনিয়া বাসীর করুনা?

পরাশক্তিও অসহায় আজ
ছোট্ট অনুর কাছে!
বিধাতার খেলা বুঝবে এমন
সাধ্য কাহার আছে?

ভরা যৌবন রূপের বাহার
প্রাসাদ বাড়ি ও গাড়ি
যতোই তোমার থাকুক না কেন
যেতে হবে সব ছাড়ি।

সাদা কালো আর ছোট বড়
ছেড়ে সকল অহংকার
শূন্য হাতেই যেতে হবে যদি
ডাক আসে বিধাতার।
*****

রচনাকাল: ৮ এপ্রিল ২০২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১১-০৪-২০২০ ১৫:৫৬ মিঃ

নান্দনিক উপস্থাপন