সহায়তার হাত বাড়াই
- আসাদউজ্জামান খান ২৬-০৪-২০২৪

সহায়তার হাত বাড়াই
আসাদউজ্জামান খান
===============
কাজ করলে যার পেট চলে
পরিবারের দিন চলে
পরছে তারা গভির জলে
বেকার সবাই তাই বলে।

দিনমজুরা কী খাবে
লক ডাউনে কই যাবে
খাবার তারা কই পাবে
সে কথা কী কেউ ভাবে!!!

আছেন যারা বিত্তবান
গরিব-দুঃখীর পাসে যান
চোখ বুঝে কেউ কইরেন ভান;
মুক্তি যদি পেতে চান-
সবাই মিলে একসাথে খান।

করোনাকে তাড়ান
গরিবের পেট ভরান
ঘরের ভেতর সব জিরান
করোনাকে দেশ ছাড়ান।

লেখা....০২.০৩.২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।