গীতিকবিতা ১
- আযাহা সুলতান - শঙ্খবীণা ২৭-০৪-২০২৪


কিছু কিছু কথা—কিছু কিছু সুখ
কিছু কিছু দুঃখ ভুলে না বুক
কিছু কিছু আশা পূরণ হয় না জীবনে
কিছু কিছু ভালোবাসা রয়ে যায় মনে
এতটুকু জীবন এটুকু স্মরণে থাকুক—
কিছু কিছু কথা—কিছু কিছু সুখ॥

ভুলা যায় ভুলা যায়—ভুলা যায় না অনেক
চলার পথে কিছু দেখা পিছুটানে আবেগ
বাঁধতে গেলে ছিঁড়ে আবেগের রশি
বিরহী মন বাজায় শুধু দূরত্বের বাঁশি
ভুলেও ভুলা যায় না চেনা কতক মুখ—
কিছু কিছু কথা—কিছু কিছু সুখ॥
২৪ চৈত্র, ১৪১৪—
মানামা, আমিরাত

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।