মরীচিকা
- Tonoy Chowdhury - মরীচিকা ২৬-০৪-২০২৪

খামোশির অধরোষ্ঠে চেয়েছ যেদিকে—
আহ্লাদে কুয়াশার নির্নিমেখ নির্মোহে।


ওগো কপালিনী তোমারই বিষণ্ণ মুখে;
প্রেম এঁকে নিরাকাঙ্ক্ষায় পথচেয়ে—
চতুষ্কোণে ঘনকালো কুয়াশায় রয়েছি জেগে।


খোলা চুলে তন্মস্কে রেখেছ দুচোখখানি,
পলকের নিস্তব্ধতার ভাষা চুইয়ে চুইয়ে,
পড়ছে মৃত্তিকা অব্দি!


স্নিগ্ধতার নীলাভ আলো কেটে কেটে পড়ছে পাহাড়ের নগ্ন শরীর বেয়ে!
সমস্ত বাধাকে ওষ্ঠের চুম্বন দিয়ে,
মৃগতৃষ্ণার মতো তোমার ঠোঁটে জেগেছে–
পিপাসার আমন্ত্রণ;
নাভিকমলের ঘ্রাণে মন্ত্রমুগ্ধের মতোন।


জোড়া জোড়া নিঃশ্বাসে— দ্রোহের অনল মুখে টেনে বলেছিলে!
এসেছি আমি জঞ্জাল ঠেলে;
আপনারে পূর্ণোপমায় বিসর্জনের ভাগাভাগির দ্বারে,
যেখানে তৈক্ষ্ম্য ত্রস্ত রগ চিরে—
বেরিয়ে এসেছিলো ফোঁটা ফোঁটা রক্তের ক্ষীণ আর্তনাদ!

২২ বৈশাখ, ১৪২৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

226211
০৭-০৫-২০২০ ২০:২১ মিঃ

ঠিক বুঝেছেন, কবি ফয়জুল মহী।

M2_mohi
০৬-০৫-২০২০ ১৩:১১ মিঃ

কমনীয় ভাবনা