পোড়ামাটি
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

অভিনন্দন জ্ঞাপন
কারো কারো আহ্লাদের বটে!
আবার কারোর দুঃখ
দহনের পোড়ামাটি খাঁ খাঁ!

তবু,
নায়কের রূপদান,
পঁচানব্বই জনের মন জয় করে
সম্মানে শিরোভূষণ পায়!

আবার,
প্রতিপক্ষ থাকবে এটাও স্বাভাবিক!

চাঁদের কলঙ্ক আছে,
তাই বলে- স্নিগ্ধ আলো কারো আশা আকাঙ্ক্ষার দাবি মেনে দৃশ্যত হয়না...

অথচ সুধাকরের,
এই আলো পক্ষ প্রতিপক্ষ-
সবারই মধ্যমনি জানি!

সঙ্গে এর কেলেঙ্কারি আর ভালোবাসা
যে যেভাবে ভাবে...

তাং- ১৪/০৫/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৪-০৫-২০২০ ০০:০৮ মিঃ

চরম বাস্তবতার নিখুঁত প্রকাশ।