এলোখোঁপা
- Tonoy Chowdhury - শ্রূয়মাণ ২৬-০৪-২০২৪

নৈষধীয় নক্ষত্রের মতো কাজল
চোখের ভিতর শতাব্দীর তৃষ্ণা!
চৌম্বকের স্পর্ধায় জেগেছে ম্লান মুখের আভায়—
কালের কন্ঠে সহস্র বছরের পাপ নিয়ে।
নিস্যন্দ মঞ্জিষ্ঠের এলোখোঁপায় তাড়নার কবরী তলে!
রাঙা ঠোঁটে গোধূলির নির্নিগড়,
শঙ্খের কিণাঙ্ক কিণ্বের ঘুমপথে,
ক্ষুন্নিবারণে তৎপরতায় রতির নেশায় চেয়ে আছে—
কত অপহ্নুতি সোনালি রোদে
মুখ ডুবিয়ে অপেক্ষায়,
জন্মের গ্রাস নিঃশব্দে তৃপ্ত হওয়ার প্রতীক্ষায়।
পরিনির্বাণ বাতাসে মেখে,
শক্ত লোহার ঢালে নদীর তীরে
ধূম্র শয্যায়ের কোল
ঘেঁষে নোনাজলে দিয়েছে ডুবসাঁতার।

২৮ বৈশাখ, ১৪২৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৪-০৫-২০২০ ১৩:১১ মিঃ

কমনীয় ভাবনা