অদৃশ্য মেয়ে
- রাজ উদ্দিন মিন্টু ২৬-০৪-২০২৪

আমি জানি কেও আমার জন্য অপেক্ষা করবেনা, আমি জানি কেও আমাকে তার মতো ভালোবাসবে না। আঁধারের আলোতে আমি খুঁজি এক খন্ড ভালোবাসা, সেটা অল্প হোক তাতেই আমার চলবে। জোছনার আলোতে আমি দেখবো তাকে, বাতাসে দোলবে তার খোলাচুল, হাসির মায়াতে। আলো দিবে আমার হৃদয় প্রাঙ্গণে। আমি মেঘলা আকাশ হয়ে, তার বৃষ্টি ভেজা মন ছুঁয়ে, একখানা কবিতা লেখবো। আমি থাকে দেখিনি একযোগ ধরে হয়তো সে আমায় গেছে ভুলে। কবিতায় অদৃশ্য সেই মেয়েটা। তাকে ভালোবাসি বলেও বলা হয়নি, লেখা হয়নি কিছু কবিতা। কবিতার মেয়ে তুমি গেছো ভুলে, তবু স্বপ্নে তোমার আনা গুনা। আমি বৃষ্টির শহরে একা হাঁটছি, ভিজে তার জলে। ভালোবাসি বলেই হাঁটছি তোমার পথটি দরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।