ধুমকেতু
- মধুকবি ২৭-০৪-২০২৪

বাংলার কাব‍্যাকাশে তুমি যে এক ধুমকেতু,
তুমি ছিলে সৈনিক ছিলেনা কখনও ভিতু ;
তোমার গানে ছিল মানবতার জয়গান,
তোমার কবিতায় উজ্জেবিত নওজোয়ান।
তুমি বিদ্রোহী, কবিতায় পাই উল্কার গতি,
সাম‍্যের গান শুনিয়েছিলে তুমি নিরবধি ;
বিদ্রোহী তোমার কবিতা গান বড় প্রাঞ্জল,
উদ্দাম উচ্ছল ঝর্ণাধারার মত চঞ্চল।
তোমার শিশুতোষ কবিতা আর ছড়া গানে,
উচ্ছলতা জাগায় যে সকলের প্রাণে প্রাণে ;
তোমার চির উন্নত শির তুমি মহবীর,
তুমি কালজয়ী এক শ্রেষ্ঠ কবি ধরিত্রীর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

Dipu
২৫-০৫-২০২০ ১৫:৩৬ মিঃ

সুন্দর

KobiHimel
২৫-০৫-২০২০ ১৫:১৮ মিঃ

আমাদের এরকম চমৎকার কবিতাগুলো উপহার দিতে থাকুন

madhukabi
২৫-০৫-২০২০ ১৩:২৬ মিঃ

ঈদ মুবারক জনাব ফয়জুল মহী, আপনার মূল‍্যবান মন্তব‍্য আমাকে বার বার অনুপ্রানিত করছে ; ধন‍্যবাদ এবং শুভেচ্ছা অফুরন্ত।

M2_mohi
২৫-০৫-২০২০ ১৩:২০ মিঃ

দারুণ লেখা ।  ভালো থাকুন।