তোমার অবাস্তবতা
- রফিকুল আলম ২৬-০৪-২০২৪

মেঘাচ্ছন্ন অমাবশ্যার রজনীতে
মাঝে মাঝে সৌদামিনির
চোখ রাঙানি হজম করে
পিচ্ছিল কর্দমাক্ত পথ পেরুনোর
কি মিষ্টি জ্বালা
তোমার জানা আছে?
তাহলে বুঝবে তোমার অবাস্তবতা
আমার কাছে কত মধুর।
প্রচন্ড গরমে অথবা
হাড় কাঁপানো শৈ্ত্য প্রবাহে
কোন দিনে অথবা রাতে
ছাউনীহীন কোন রেল ষ্টেশনে
বিলম্বে আসা ট্রেনের অপেক্ষা কত মধুর
তোমার জানা আছে?
তাহলে বুঝবে তোমার অবাস্তবতা
আমার কাছে কত মধুর।
তোমার অবাস্তবতা এক করেনা
আমার দুটি চোখ
শক্তি দেয়না প্রেরণা যোগায় না
হিমশীতল করে হৃদপিন্ড প্রায়
তাই তোমাকে বলি বাস্তবে এসো
মুখোমুখি হও আমার বাস্তবের।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৭-০৫-২০২০ ১৩:২৪ মিঃ

  সুখময় হোক সাহিত্যে বিচরণ ।