বাউল সুরে
- প্রসেনজিৎ পাল ২৭-০৪-২০২৪

নদীর পারে বসে বসে,
(আরে) নদীর পারে বসে বসে বাঙলা গান গাই,
শুনে মানুষ, ভাবে মানুষ – আমি মজা পাই।
অমর আমি, অমর ভাষায় কথা বলি বলে,
এমন জীবন সাধের জীবন –
কেন যাবে বহে জলে!
মায়ের ভাষায় স্বর্গসুখ,
মিথ্যা দম্ভ কেন!
নিজের কথা প্রাণের কথা –
এ তত্ত্ব জেনো।
সব দেশেতে পায় সে মান
নিজের দেশ ছাড়া,
এমন কথা শুনলে লোকে বলে মণিহারা।
আমার দাবি মূল দাবি –
বাঙলাতে গান গাও,
মান তোমার বেড়ে যাবে – শতগুণ পাও।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

prasenjitpaul2020
০১-০৬-২০২০ ২০:০০ মিঃ

ধন্যবাদ। ভালো থাকবেন...

M2_mohi
২৯-০৫-২০২০ ১৩:৫৯ মিঃ

কমনীয়