কষ্ট
- রাজ উদ্দিন মিন্টু ২৭-০৪-২০২৪

আমি হেরে গেছি ভালোবাসার কাছে, হেরে গেছি নিজের কাছে। একতরফা ভালোবাসা আমাকে তিলেতিলে শেষ করেছে, করেছে প্রেমের ভিখারি।
শূন্য মনের ভালোবাসা নিয়ে দাড়িয়েছি ভিখারির মতো হাত বাড়িয়ে, বন্ধ দুয়ারে প্রেমের জলে বাসিয়েছি চোখে,
বুক বড়া কষ্ট নিয়ে হেঁটেছি কতোটা পথ।

আঁধারের আলো জানে হৃদয় বেতার ক্ষত
তবু তুমি জানো না, আজো আমার মাঝ রাতে ঘুম ভাঙ্গে তুমি জানো, তোমার বিরহের মালা গলায় পড়ে কতটা বেতার আগুনে আমি হাসতে হাসতে পুড়ি
তবু তুমি জানো না, জানবেই বা কি করে, পাষাণ হৃদয়ে প্রেম নামক শব্দ টা তো নেই। তুমি জানো?

তুমি হলে সেই যে আমার জীবনের প্রথম রাণী
যাকে দেখার জন্য প্রতিনিয়তই পাগল ছিলাম,
যে আমার মনের রাণী হয়ে বসে আছে জীবনভর
তুমি হলে সেই, যে আমার লেখার প্রতিটা কবিতা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।