সব কিছু লুট হয়ে গেছে
- শান্ত চৌধুরী ২৬-০৪-২০২৪

নাগরিক অধিকার লুট হতে দেখেছি।
মানুবিক মূল্যবোধ লুট হতে দেখেছি।
মানুষের বিবেক লুট হতে দেখেছি।
সব কিছু লুট হয়ে যেতে দেখেছি।
লুট হতে হতে ডান হাত, বাম হাত,
শরীর, কিছুই লুট হওয়ার বাকী নেই!!
তবে কি ? সব কিছু লুট হওয়ার পরও
মানুষ, মানুষের মতো আকৃতি নিয়ে,
অবলীলায় সমাজের অধিপতির
আসন আলংকৃত করে।
জানোয়ার তার হিংস্র থাবায়
সব লুটে নেয় যখন-তখন
আর মানুষ তার অবয়ব রূপে
ঈশ্বর সম আসনে বসে ভগবান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩১-০৫-২০২০ ২৩:২১ মিঃ

নিখুঁত প্রকাশ।