কে দায়ী?
- তপন চন্দ্র রায় (Tapan Chandra Roy) - বিন্দু ২৭-০৪-২০২৪

গ্রামে বাড়ি দিনাজপুরে ডাকাত দেবে হানা
এ কথাটি অনেক আগেই ছিল সবার জানা
রংপুরে ডাকাত দল লুট করেছে সব
ধীরে ধীরে করছে গ্রাস উঠছিল এ রব
গায়ের মোড়ল অনেক মানী, গায়ে প্রবল জোর
ডাকাত দলকে ভেবেছিল পুঁচকে কিছু চোর
ঢাল তলোয়ার ধনুক যত ধরেছে সব জং
চোকিদারও ঘুমিয়ে ছিল, সব কিছুতেই রং
ডাকাত এলো একলা দ্যাশে, নীরবতার ছলে
দেখলো সে গায়ের লোক হেলেদুলে চলে।
দরজা খোলা সারা রাতি সব কিছু নির্জন
রাত বারোটায় ঘুমে কাতর বাড়ির সর্বজন
দক্ষিণ ঘরে গরু ছাগল, পশ্চিম ঘরে ধান
পূর্বে আছে সোনাদানা, কাটতে হবে বান।
বুধবার রাতদুপুরে হানলো ডাকাতদল
সঙ্গে ছিল ঢাল তলোয়ার আরও বন্দুকনল
পাড়ার মোড়ল টের পেল লুট করার পরে
ততক্ষণে ডাকাত দল গিয়েছে সব সরে।
টের পেয়েই মোড়ল বাবু করলো চিৎকার
পাড়ায় তখন দৌড়াদৌড়ি মুখে হাহাকার
চাকুরী গেল চৌকিদারের দোষ এখন তার
আমি শুধাই গুণীজনে আসলে এ দায় কার?
=========================
প্রকাশ:
মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২০।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৫-০৬-২০২০ ০৫:১৭ মিঃ

Ha ha ha