খাঁটি বন্ধু
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ২৬-০৪-২০২৪

খাঁটি বন্ধু
অচিন্ত্য সরকার

পাতা ফেলে নোংরা করি,দেখিস শুধু এই
জীবন বায়ু কোথায় পাস,জানা কি নেই?
ঝড়ে বন্যায় নিজে মরি,
বাঁচাতে তোরে চেষ্টা করি
ফুল,ফল,খাদ্য,বস্ত্র সবই তো আমি দেই।

গ্রীষ্ম দিনে শীতল ছায়া,দেই অমৃত ফল
শুদ্ধ রঙে রাঙাই ঘর,নারকেলে বিশুদ্ধ জল
দূষণ থেকে বাঁচাতে তোরে
বিষ তুলে নেই কণ্ঠ ভরে,
মানুষ হয়েও হারিয়ে হুশ,করিস কেন ছল?

রক্ষে করেছি জন্ম লগ্নে,বুকের কোঠরে
বন্ধু আমি কত খাঁটি,বলতে হবে তোরে?
মাথাটা রাখ মায়ের বুকে
সমর্পনের সেই শুদ্ধ সুখে,
বাঁচলে আমি,প্রতিক্ষণ দেবো ডালি ভরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।