কর্মফল
- প্রসেনজিৎ পাল ২৬-০৪-২০২৪

অপরের তরে কোন ভাবনা নাহি যাহার।
জানিও, কোন গুণ নাহি আছে তাহার।।
অপরে দুখ দিয়া আপনার লাগি খুঁজে সুখ।
বিধাতা রুষ্ট হন হেরিয়া অমন মুখ।।
আপন হৃদে পচিয়া মরে গ্লানির অনল রোষে।
যাতনা তাহার নিত্য সাথী, ঘুরিয়া মরীচিকার পাশে।।
ধরণীতে অমন মানবজীবন যেন নাহি হয় কাহারও।
জগতেরে করিয়া হেয়, কী ফল লভিবে জানো তো?
মনের আসন খানি ভরিয়া প্রেমরূপ রতনে।
করিও শুভ কর্ম, মহাজীবন উদিবে তপনে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৫-০৬-২০২০ ২১:২৪ মিঃ

যথার্থ বলেছেন।