ভেজা শহর...
- কায়সার পারভেজ ২৬-০৪-২০২৪

যাত্রী চাউনিতে আটকে গেলেম
চারপাশ ভেজা আর অন্ধকার
বৃষ্টিতে ভেসে গেলো সব
রাস্তায় পানির স্রোত-ধারা।
লাইটপোস্টের বাতিগুলো নিভুনিভু প্রায়।
হঠাৎ বৃষ্টি ভিজিয়ে দিলো সব
থমকে গেছে সব কলরব।
রাত না গড়াতেই টং দোকানগুলো
ঝাপ ফেলে বন্ধ হয়ে গেছে
চারপাশটা কেমন যেন নিরব চুপচাপ।
সময় যেন থমকে আছে
হাতঘড়ির টিকটিক শব্দ ছাড়া
আর কোন শব্দ শোনা যায় না।
হঠাৎ হঠাৎ অদ্ভূত শত চিন্তা ভয় বাড়াচ্ছে।
আর অসহায়ের মত বাসের অপেক্ষার
প্রহরগুলো এভাবেই একা কাটছে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

kaisarparveg_mon
১২-০৬-২০২০ ১১:৪১ মিঃ

ধন্যবাদ ফয়জুল ভাই...

M2_mohi
১০-০৬-২০২০ ০৫:০৫ মিঃ

Excellent