প্রেয়সী প্রিয়ংবদা
- মধুকবি ২৭-০৪-২০২৪

কথা দিয়ে যে কথা রাখেনা তার সাথে
আর কথা বলবো না,
ভালবেসে যে শুধু দূরেই থাকে তাকে
আর কাছে টানবো না।
জীবনে কত প্রেম কত ভালবাসাবাসি
সব এক সূতোয় বাঁধা,
দেনা পাওনার হিসেব না কষে কে হয়
কার প্রেয়সী প্রিয়ংবদা?
অন্তরে বিষ মুখেতে মধু সে যদি হয়
কার ও লক্ষী গৃহবধু,
জীবন তাহার হবে বিরান মরুভুমি
বিরহ জ্বালা পাবে শুধু।
ওগো মোর চঞ্চলা প্রেয়সী প্রিয়ংবদা
ছলনায় কি সুখ তুমি পাও?
পাওয়া না পাওয়ার হিসেব না কষে
তোমার মনটা আমায় দা ও।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।