প্রিয়সম্ভাষণ
- মোঃ রায়হান কাজী - জীবন থেকে নেওয়া ২৬-০৪-২০২৪

প্রিয়সম্ভাষণ
মোঃ রায়হান কাজী
===============
তুমিতো আছো আমার অন্তঃকরণে,
তুমিতো আছো মোর নয়ন জুড়ে।
পদ্মকুঁড়ির মতো করে বিকশিত মনে,
নির্জন কোনো এক প্রান্তের ধারে।

খুলে গেল গোলাপ ফুলের পাপড়িগুলো,
তা ছড়িয়ে পড়ে প্রকৃতির মাঝে অনায়াসে।
ভালোবাসা পূর্ণতার রুপে সাঁজে ,
নতুন সূচকের বৈষম্যের সাথে।

সাঁজ সকালে ফুলের বাগান থেকে,
গন্ধের অঞ্জলি ছড়িয়ে পড়ে চারপাশে।
মন্তর বাতাসে সুগন্ধ ফুলের রেণুতে,
নিকুঞ্জের আকুতি ঝরে বিষাদের সুরে।

আজ তোমার প্রেম পেয়েছে ভাষা,
মোর বক্ষ পিঞ্জর জুড়ে মর্মতলে।
অন্তরে স্বপনদুয়ারে নিভৃত পল্লীর মাঝে,
ছন্দের শঙ্খসুরে ভাসছে ভাষা বাতাসের সাথে।

প্রিয়সম্ভাষণ এসো মোর কাছে,
কথা বলো তুমি অপরিচিতা আপন সুরে।
আচ্ছাদিত গগনতলে প্রেমের কথা বলে,
লোকবিশ্রুত সদা অখিল ভুবনের এই কর্ণদ্বারে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।