তোমাকে চাওয়া
- মোঃ রায়হান কাজী - জীবন থেকে নেওয়া ২৭-০৪-২০২৪

তোমাকে চাওয়া
মোঃ রায়হান কাজী
----------------------------
দিবারাত্রি তোমায় ভেবে,
কাটছে যে দিনগুলো উদাসীনতার মাঝে।
খোলামাঠে ঘাসেদের ফাঁকে হারায় নিমিষে,
তোমার অদৃশ্য ছোঁয়াতে প্রকৃতির সাথে।

দুরন্ত হাওয়া মৌন আজ বাঁধন হারা,
তোমার জন্য জীবন হিতার্থ।
সামনের সময়কে এগিয়ে দিতে,
ফিরে পাওয়া তেই কৃতার্থ।

যে আকাঙ্খা মৌনের কাছে চায় আহার্য,
ফলবে তা তোমার একটু পেলে সাহায্য।
তুমি হারিয়ে যেওনা আমার কাছ থেকে,
অনেক মানুষের মাঝে লুকানো অরণ্যে।

অবলোকনের সৌভাগ্য কামনায় সজীবতা,
তোমার কাছে রেখে দিতে চাই আনন্দ।
উষার আলোতে সূর্যের হাসির সাথে,
সে আনন্দ উল্লাসে প্রেম নিবেদন করি তোমাকে।

অন্তরে স্বপনদুয়ারে রোপণ করি,
প্রেম ফুলের পাপড়ির নির্যাসে।
কবিত্বকলার দৃষ্টান্ত দিয়ে,
চাইছি শুধু আমার শিল্পে তোমাকে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।