আমি ভালোবাসতে জানিনা
- মুহাম্মদ তানজিন সাফায়েত ওরফে মো. তানজিন সরকার ২৬-০৪-২০২৪

সত্যি বলতে আমি ভালোবাসতে জানিনা
যদি আমি ভালোবাসতে জানতাম
পাহাড় আগলে রাখতাম হৃদয় মাঝে,
যদি আমি ভালোবাসতে জানতাম
সিন্ধুজলে ডুব দিয়ে হারিয়ে যেতাম
মিলিয়ে যেতাম বর্ষণান্তের রংধনুতে,
হিমালয়ের ভেসে আসা বাতাসের মতো
শীতল করে দিতাম সকলের হৃদয়,
সূর্যের আলো হতে বিচ্যুত হয়ে
নীলের মতো মিশে যেতাম আকাশে।


সত্যি বলতে আমি ভালোবাসতে জানিনা
কেউ কোন দিন ভালোবাসতে শেখায়নি
আমি ভালোবাসতে চাই,
ক্ষুদ্র বালিকণা থেকে পর্বতামালাকে
পিপীলিকা হতে নীলতিমিকে
গ্রহাণু থেকে মহাবিশ্বসমূহকে।
যদি আমি ভালোবাসতে জানতাম
ভালোবাসতাম প্রতিটি জীবনকে,
ভালোবাসতাম জীবন কেড়ে নেয়া মৃত্যকে
ভালোবাসতাম মানুষের ভালোবাসাকে।


১৭/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।