আযানের ধ্বনি
- শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক ২৬-০৪-২০২৪

মসজিদের আযানের ধ্বনি কত সুমধুর
ঐ আহ্বানে মিশে আছে হৃদয়কাড়া শত সুর
শ্রবণেই হৃদয় হয়ে ওঠে পাগলপারা
চরম ব্যস্ত বিপদেও বাধ্য হই দিতে সাড়া ।

ঐ সুরের সনে আত্মা গড়েছে অছিন্ন বাঁধন
ঐ সুর সর্বাঙ্গে মাখিয়ে নিতে চাই মৃত্যুর আস্বাদন;
পাঁচবার না শুনলে এই কল্যাণের বাণী
বিষন্নতায় ভোগী আমি কেন জানি?

জ্ঞানীরাই দিয়ে থাকে আযানের সম্মান

নিবোর্ধ বধির অজ্ঞ যারা দেয়না সেথায় কান ;
বিশুদ্ধ মঙ্গলবার্তা পবিত্র এ সুর
শ্রবণে শয়তান পালায় বহুদুর ।

আযানের ধ্বনিতে মিশে আছে অমৃত ভাই
কীযে ভাল লাগে বুুুঝানোর ভাষা নাই ;

হে আল্লাহ তোমাকে জানাই, আমার সাধ মিটে নাই
মরার পরে পাঁচবার করে আযান শুনতে চাই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।