জোত্যিষী
- রশিদ হারুন ১০-০৯-২০২৪
জোত্যিষী বলেছিলো
জলে ডুবেই আমার মরন হবে,
জোত্যিষী কি আর জানে ?
একটা অভিমানের নদী আছে
আমার এই বুকে,
একটা নদীরই যে
মরন হয়েছে আমার বুকে।
আহা, নদীটির যদি একজন জোত্যিষী থাকতো
তাহলে হয়তো অবেলায় মরতে হতোনা আমার বুকে।
---------------------------------------------
হারুন রশিদ
২৮/০১/২০১৭
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।