ষ্টেশন
- রশিদ হারুন ২৬-০৪-২০২৪

আমি শুধু চলছি,
এক ষ্টেশন থেকে আরেক ষ্টেশনে
আমি জানিনা, আমি কোথায় চলছি।


প্রতিদিনই আমি একটু একটু করে চলছি
ভুল শুদ্ধ যানিনা, তবুও চলছি,
মাঝেমাঝে ভুল ষ্টেশনে নেমে দাঁড়িয়ে থাকি
একজন শুদ্ধ বন্ধুর জন্য
অপেক্ষায় থাকি দিনকে দিন,
তারপর একসময় অনেক ভুল আমাকে ঘিরে ফেলে
নিজের সাথে অভিমান করে আবার চলতে শুরু করি।


আবার একটা বিরহী ষ্টেশন খুঁজতে থাকি
যে ষ্টেশন একাকী আমারই অপেক্ষায় আছে অনন্তকাল
সেখানে আমি নামবো একজন শুদ্ধ বন্ধু হিসাবে।


মানুষ আমাকে ডেকে জানতে চায়
আমি কোথায় চলছি
আমি বলতে পারিনা,
“আমি জানিনা কোথায় চলছি”
শুধু নির্লিপ্ত ভাবে তাকিয়ে থাকি তাদের দিকে,
তারপর বুঝে যাই, কেউই জানেনা কোথায় চলছে।
--------------------------------------------------
রশিদ হারুন
হংকং এয়ারপোর্ট
২১/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।