ষোল ডিসেম্বরে
- বিচিত্র কুমার ২৬-০৪-২০২৪

নিশান উড়ে নিশান উড়ে
মুক্ত বাতাসে,
আঁধার কেটে আলোর রশ্মি
ফোটে আকাশে।

রঙধনু রঙ সাজে
খুশির তালে তালে,
স্বাধীনতার সুখ পাখি
ডাকে গাছের ডালে।

রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
ষোল ডিসেম্বরে,
পাকহানাদার হার মানে
মুক্তিসেনার তীরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।