স্বাধীনতার সুখ
- বিচিত্র কুমার ২৬-০৪-২০২৪

পরাধীনতার কষ্ট কত্ত
সেই পাখিটা বোঝে,
যে পাখিটা বন্দি খাঁচায়
মুক্তি শুধু খোঁজে।
 
মন চায় মুক্ত আকাশে
ডানা মেলে উড়তে,
মুক্ত হাওয়াই ভেসে ভেসে
আপন মনে ঘুরতে।

কিন্তু সে পায় না কিছুইতে
একটু খানি মুক্তি,
স্রষ্টার কাছে শত প্রার্থনা
এটাই তার ভক্তি।

বন্দি খাঁচায় গুমরে গুমরে
কেঁপে ওঠে বুক,
বুঝতে পারে পাখি তখন
স্বাধীনতার সুখ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।