নুসরাত এই গানে বেঁচে থাক
- হাসান মনজু - হাসান মনজুর গীতিকবিতা ১৪-০৯-২০২৪
নুসরাত এই গানে বেঁচে থাক
হাসান মনজু
এসো সংহত হই, আর নয় পরাজয়,
এই অহেতুক ভয় কেটে যাবে নিশ্চয়ই।
শুরু হোক তবে এবার শোধবােধ,
ভয় নয় আর গড়বো প্রতিরোধ।
ভয় নয় আর কোনো ভয় নয়।।
নিঃশঙ্ক চলো পথে নির্ভয়ে আজ,
এগিয়ে চলো ভুলে অহেতুক লাজ।
হাতে রাখো হাত এ যে সময়ের ডাক।
নুসরাত এই গানে বেঁচে থাক।
ভয় নয় আর মানিনা পরাজয়।।
ঐ আকাশে নতুন দিনের সূর্য হাসে,
দ্বিধাহীন পথ চলি দৃঢ় বিশ্বাসে,
মুঠি বাঁধা হাত, কন্ঠে আওয়াজ,
রুখে দাঁড়াবার সময় হলো আজ।
ভয় নয় আর মানবোনা পরাজয়।।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।