ক্রন্দন করবে না কারোর আঁখি
- মিটু সর্দার ০৭-০৫-২০২৪

যেদিন মসজিদের মাইকে --
শোক সংবাদে প্রচার হবে আমার ইন্তেকালের বার্তা
শোকাহত, মর্মাহত, বেদনাবিধুর হবেনা কেউ --
প্রায় সমস্ত মানুষের হৃদয়ে খেলবে মহানন্দের ঢেউ।

ইন্না-লিল্লাহ পড়বে হয়তো কিঞ্চিৎ
আলহামদুলিল্লাহ পড়বে অধিক!
নিশ্বাস ফেলে স্বস্তির, মৃদু হাসি হেঁসে বলবে
আপদ বিদায় হয়েছে, জ্বালিয়েছে সর্বদিক।

দেশের অধিকাংশ মানুষ-ই চাটুকার,তোষামোদি
সুদখোর, ঘুষখোর, মিথ্যেবাদী, ধোঁকাবাজ
আমার ক্ষুরধার কলম ভেঙে টুকরো টুকরো করেছে তাদের রাজ
রক্তাক্ত করেছে তাদের হৃদয়, রুদ্ধ করেছে পথ।

আমি কলম চালিয়েছি ধর্ষক,লুটতরাজ, স্বৈরাচারের বিরুদ্ধে
আঘাত এনেছি দেশের অগণিত জুলুমকারীর মেরুদণ্ডে।

আমি কথা বলেছি তাদের বিরুদ্ধে --
যাঁরা নিজের বাবাকে উপোস রেখে প্রসাদ খাওয়ায় মৃত বাবাকে
আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে পয়সা ঢেলে দেয় পদপ্রান্তে।

যাঁদের যোগসাজশে গড়ে উঠেছে কথিত সভ্য সমাজ
মসনদে বসে যাঁরা বাড়িয়েছে নিরীহ মানুষের হাহুতাশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে বাড়িয়েছে গরীবের নাভিশ্বাস
আমি তাদের উলঙ্গ নিতম্বে সজোরে পদাঘাত করেছি।

আমি চাবুকাঘাত করেছি তাদের পিঠে
যাঁরা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে
চাকুরির বাজার করেছে দলীয়করণ
মজলুমের উপর করেছে অন্যায় নিপীড়ন।

আমি সমাজের মাতব্বরদের গালে কষাঘাত করেছি
আঘাত দিয়েছি প্রিয়তমার সুন্দর,সফেদ,স্বচ্ছ হৃদয়ে।

আমার মৃত্যুতে কেউ ব্যথিত হবেনা --
ক্রন্দন করবে না কারোর আঁখি --
আনন্দে বলবে "পেয়ালা ভরে দাও শরাব হে মোর সাকি"।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।