যদি মন বুঝে নেয় অন্য মানে
- হাসান মনজু ১০-০৯-২০২৪

যদি মন বুঝে নেয় অন্য মানে

ঠোঁটের কোণে হাসির টানে,
রহস্যটা ঘনীয়ে দিচ্ছে আরও,
যদি মন বুঝে নেয় অন্য মানে,
এমন কাণ্ড তুমিই শুধু পারো

জোছনা রাতকে বানিয়ে দিন,
রুমালে তারার নকশা কাটো,
মহাকাশে হয়ে যাও আসীন,
কত্থক ছন্দে চন্দ্রপৃষ্ঠে হাঁটো

শরৎ যেন ঠিক তোমারই মতো,
মেঘের সাথে হয় না বনাবনি,
দিনক্ষণ নেই ওড়ায় ইতস্তত,
মেঘমল্লার বাজায় বৃন্দাবনী

আজকে নাহয় কাশই পাঠাও,
মেঘ পাঠিও আগামী বর্ষাতে,
কয়েকটা দিন মেঘ ছাড়া কাটাও,
পাতাঝরা শুষ্ক আঙ্গিনাতে

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Sar57ker1981
০৮-১০-২০২৩ ১৬:৫০ মিঃ

বেশ রোমান্টিক
অনেক শুভ কামনা জানাই