স্বর্ণলতা
- ধীমানপূরবী ১০-০৫-২০২৪

স্বর্ণলতা বসবে?বসো....
সাবধানে বসো!কোন দিগক থেকে এলে
সবটা একলা হেঁটে? পিছু গুনছো কার?উত্তর দাও;এই অনিমেশ
দাতব্য ব্যাধিওয়ালা ব্যাগ কোনো তোমার?কি আছে ও'তে|
ও'জামিনের কাজপত্র|কি করেছ তুমি? পালিয়ে বা কতদূর পাওয়া যায়; আশ্রয় মন্দির,আজ রাতটা এখানেই থাক?
তোমার জন্য মলম এনেছি; এনেছি নবায়ন করা বাতাস|
স্বর্ণলতা তোমার চোখে এত ভুল কেনো?তবে
হালকা করো দেহ;শুরু করি ভুল|
স্বর্নলতা তুমি পরিচয় দাও|আমি চিনিনা তোমার পাহাড়
কতোকাল হলো পাহাড়ে ঘুমাইনা|তুষার দেখিনি, তুষার কি স্বর্ণলতা
স্বর্নলতা অতটা ঠাই শুলে কেনো? আমি যাব?অতটা বিরাম
তাকালে যে, কতো সুন্দর তুমি| দমদমা ঘাস|
নিরীহ পল্লীর আচল শুকতেই তুমি জড়ো হচ্ছো কনো?
স্বর্ণতলা তুমি হালকা ,ক..রো!দেহ|জোয়ার১ আসতে দাও
আমি জোয়ার১ দেখব|
স্বর্ণলতা আমি জোয়ার১ দেখব....

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।