রক্তের এফোঁড়ওফোঁড়
- ধীমানপূরবী ১০-০৫-২০২৪

অনেক দিন ধরে পুষিওনা;তেমন একটা ডাকহাকও করিনা ঔ পুষি বিড়ালটাকে..........

তাঁতের কলকাঠিতে হুরহুর করে এক একটা গিঁটে বিন্দু বিন্দু সুপ্ত
নিভৃত্য যন্ত্রনার রক্তে এফোঁড়ওফোঁড় বিঁধে নিচ্ছি যান্ত্রিক জীবনের তাগিদ।দিনদিন কঠিন থেকে কঠিনতর হচ্ছি;পোড়ামুখিটার বিশ্বাসে.......হয়তো বা আহটের আতঙ্কেই
সবটা ছায়া অন্ধকার, মেলামেশার পথঘাটে বুনোঘাস ঝিঁ ঝিঁ নির্জন;ভয় ভয় পায়ে পায়ে.........

তখনই হুক খুলে দেয় অন্তরের হৃদয়;বলে দেয়; হয়তো তুমি আর বেঁচে নেই....
কিন্তু আমি বেঁচে আছি;কেনোনা আমি মানুষ:তোমার জন্য আমার বেঁচে থাকা প্রয়োজন;আমার উচিত তোমাকে ভালবেসে যাওয়া আজীবন সমুদ্র.....

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।