প্রেমারক্ত মাখন পিন্ড আমার
- ধীমানপূরবী ১০-০৫-২০২৪

কথাছিলো প্রজাপতি হব,ভালবাসার লাল শাড়ি দেহে জড়াব,ক্লান্ত হয়ে তোমার বুকে মৃদু শিহরণ স্পর্শ ছড়াব
চুম্বনে চুম্বনে, আকাশ ছোঁয়া ভালবাসা ছড়িবে দুজনার প্রাণে,সুখে সুখে মিলিবে নিরবের কবিতা,.......
উড়ন্ত গাঙচিলের সাথে কথা হবে,হেমন্তের শুভ্র মেঘের
পালকিতে চড়িয়ে এই সব আকুতির আহাজারি বাজে
সারাজনমের জীবনভরে,চেনা সাগরে ঢেউ উঠে শব্দ গুনি তার,প্রহরগুনিবার সময় ফুরিয়ে আসে.......সময়
থাকেনা.........
শান্তু শূন্যতা ছিড়ে ছিড়ে খায় প্রেমারক্ত মাখন পিন্ড আমার আর ছড়িয়েছিটিয়ে থাকে হাজার হাজার মৃতলাল রক্তের কিছু পূর্ণতা কিছু ঋণ..

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।