এক নিষিদ্ধ একফোঁটা পলক
- ধীমানপূরবী ১০-০৫-২০২৪

মম;এক নিষিদ্ধ একফোঁটা পলক জলদাগ তোকে পুকুর করে রাখে যখন স্রোতের শোকে দীর্ঘ হয় পশমী বিছানা. .......
নিরীহ পোষাণী কুকুরটাও হা..প্রভু. ..হা প্রভু বলে, কেঁদে ফেলে রাতও........
মুখের কাছে বসে থাকে তোর অভাবের অশ্রুতে নিরাশ্রয় নিঃশ্বেষ
দেখে ঘেউ ঘেউ করে. .......
যদিও রাত শুরু হয়েছে অনেক আগেই....

নিরোদ নির্বাক কান্নার মৃদু তৃষ্ণার্ত মনটা নিমলিন হাসিটা বোঝেনারে; অহেতুক যন্ত্রণা দেয় আমাকে; অনাবৃত খোলস ভেঙ্গে পড়ে থাকে মন,
সমুদ্রের নিকষ বালুচরে একচোখা অন্ধক বলাকা আমি তাইতো বিথার রাত্রির জটকুন্ডলে উড়ে আসা আহত পাখিটিকে আজও পুষি,জিজ্ঞেস করি পাখিরে তোর বাড়ি কোথায়,..................?
বলতে পারিস কোন চোখে তোর ব্যথার জল ঝরে. ........

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।