পূরবী তুমি আজ....
- ধীমানপূরবী ১০-০৫-২০২৪

কষ্টের রক্ত দিয়ে কিনেছি আমার বধূয়ার ধূসর চুড়ি,তিল তিল করে জোগাড় করেছি নষ্টনীড় বুকের ভালবাসা

কষ্টরাত নৌকা বয়ে নিয়ে আসে ক্ষতবিক্ষত লাশ,মরদেহ পৌঁছে যায় গ্রামের বাড়ি তোমার ঘরে,সেদিন আসমানী চাদরে ঢেকে দিও,সেদিন নাহয় কথা বলিও ভাঙ্গা ঠোঁটের সামনে মস্তবড় শোকে পাথরটাকে জল করে,দুহাতে জল চোখ মুছতে মুছতে আজ একটিবার বলো....,ডাক শুধু আমায়,বলো শুধু অজানা অবলা কথা.....,বলো বন্ধু ভালবাসি,
সাহারার বালুকনার ঝড়ে দাঁড়িয়ে চিৎকার কর অন্তর গহন বিলে যেন প্রেমের গ্রহ থেকে বিষাদ শিশির বৃষ্টি একান্ত স্বর্থপর চিত্তে বেইমান চরিত্রে লুকিয়ে থাকবে,
বলবে বারবার আজ একবার যতনা ক্ষীন কন্ঠে বলো....না ভালবাসি; শুনতে পাব তবুও আর বলবে সাড়া দিতেই আমি প্রস্তুত

গতকাল হয়ে গেল একফুটন্ত গোলাপের ফাঁসি অতঃপর সবাই ছিল, ছিলেনা শুধু তুমি,.......
তারপরও ভালবাসি...অনেক ভালবাসি..........

পূরবী তুমি আজ আমার পৃথিবীতে নীলপ্রেমের ফুল

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।