সব হারানো সুরে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ০৪-০৫-২০২৪

যেমন স্রোতেরা হারিয়ে যায়
পাতারা ঝরে পরে
পাখিরা নীড় ছেড়ে সুদূরে ওড়ে
স্বপ্নেরা বেমালুম যায় মরে।

যেমন তেপান্তরে মেঘ হারায়
ঝিরিঝিরি সমীরণ নীরবে লুকায়
ধীরলয়ে কাল চুপিসারে বয়ে যায়
বেদনা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে।

যেমন বর্ষার বরিষণ বয়ে যায়
শরৎ গিয়ে শেষে হেমন্তে লুকায়
বাগিচার ফুলগুলো সব ঝরে যায়
জীবনবাঁকে চাওয়াগুলো হারায় দূরে।

যেমন দিনে দিনে সব আয়োজন ফুরায়
ধীরে ধীরে সবকিছু মলিন হয়ে যায়
তেমন মলিনতায় ডুবে সব হারানো সুরে
নীরবে যাচ্ছি স্বপ্ন বোনার চেষ্টা করে।
২৬.০৬.২০১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।