বিরাগী
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ০৩-০৫-২০২৪

রুদ্ধ দুয়ার মোর
আলোহীন চারদিক
আঁধারের ভ্রূকুটি গুমড়ে মারে
অস্থিরতা বুক জুড়ে ক্লান্তিরা নির্বীক।

আজিকে প্রত্যাশার মরণ
অহরহ জেরবার
নিকষ আঁধারে গুমোট হৃদয়পুর
আলোহীন-আশাহীন জীবন পারাবার।

স্বপ্নেরা ঝাপসা আজিকে
মেলে না ডানা
ভেঙ্গেছে ঘর,সুখের বাসর
স্বপ্ন বাসর আর গড়া হবে না।

বন্ধ আজিকে হৃদয়পুর
কান্না অফুরান
বিষাদ আঁধারে জড়ানো চারপাশ
জীবনকে করেছে নীরব-ম্লান।
জানুয়ারি, ২০১২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।