কোথায় ভেসে যাব
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ০৪-০৫-২০২৪

জীবন জুড়ে কষ্ট কিনে কিনে
হলাম জেরবার
অমানিশার অনলে পুড়ে পুড়ে
কাঁদলাম বারবার।


স্পর্শ করে না আলো আর
আলোকিত হবার
সে মধুর দৃঢ়তর সাহসী প্রত্যয়
বেছে নিতে চায় পথ হারাবার।


যে আঁখিজলে স্বপ্ন বুনে বুনে
কষ্ট কিনে কিনে
প্রাণান্ত প্রচেষ্টা উঠে দাঁড়াবার
তাও বুঝি হারিয়ে গেছে অচিনে।


আজ এখানে দাঁড়িয়ে অসময়ে
কাঁধে স্বপ্নের বোঝা নিয়ে
কোথায় ভেসে যাব শেষে
কোথায় বিবাগী মন দাঁড়াবে গিয়ে।
০১|০৮|২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৭-০২-২০২৪ ২০:৩৮ মিঃ

সুন্দর করে সাজিয়েছেন আপনার কাব্য কথা ।