ব‌্যবধান
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ০৪-০৫-২০২৪

তুমি দেখ এখানে
আমি দেখি আরো দূরে
তুমি দেখ এই এ সীমানা
আমি দেখি সীমাহীন প্রান্তরে।

তোমার পৃথিবী চারদেয়াল
আমার পৃথিবী উন্মুক্ত
বাঁধাহীন,সীমাহীন ভূখন্ড
মন করেনি গ্রহন বন্ধিত্ব।

তুমি চাও ক্ষুদ্রতায় তৃপ্তি
আমি চাই বিশালতায় হারাতে
সীমাহীন সীমানা প্রত্যাশায় মোর
উদাসী মন চায় উড়তে।

তুমি দেখ এই এখানে
সবকিছু নিজের করে পেতে
আমি দিয়েছি মেলে মনের ডানা
সবাই আমার-চাই সবাতে হারাতে।
জানু-সেপ্টে,২০১২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।