কেন এত রংঢং
- আব্দুল আহাদ ২৭-০৪-২০২৪

রংঢং
আমি কেবল হাসি;
দেখে ওদের বোকামি;
কে এত সুন্দর অপরিবর্তনী !
কোমলমতি লালচে গোলাপি,
অবিনশ্বর ভেবে বর্জে লাফালাফালি।
উষ্ণীয় রক্তের যৌন সুড়াসুড়ি।
ওহে নবদম্পতি;
দেখেছ কি ভেবেছ কি ?
তোমারি জনকজননী পিতামহমাহি,
ওরা তারুণ্য ছিল রুপগুনে অপরুপি;
সবাই বলে এখন মাতাপিতা ঠাকুরদি।
রবি সকালে তেজী বিকালে মধুচজন্ডি;
অমাবস্যায় গ্রাস করে গোন্ডামী।
রংঢং হাসিখুসি বারটা বাজিতেছে
জীবন ঘড়ি;
কোন সে বেলা কোন সে হিসাব কষ!
জীবন ঘড়ি
যেতে হবে দূর অচেনা অনন্তে
কি আছে ঝুড়িতে ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

abdulahad
৩১-১০-২০১৬ ২৩:১৪ মিঃ

দোয়া করবেন ভাই শাহ আলম শেখ শান্ত কঠিন রাস্তা। আল্লাহ যেন সহজতম করে দেন

POETSHANTO
২৯-১০-২০১৬ ১৬:৩৭ মিঃ

চালিয়ে যান কবি

abdulahad
২৮-১০-২০১৬ ২২:০৩ মিঃ

এই কবিতা আমার ক্ষণ জীবনকে সবচে বেশি প্রকট করেছে