“অপ্রতুলতা”
- দুখাই রাজ

এ কোথায় করছি বসবাস?
গলা টিপে ধরে নি:শাস।
মলিন চেহারায় ধূল বালির আস্ফালন,
সমাধান হীন ই রয়ে গেছে এ জীবন।

ঘরে আজ অন্নের সমৃদ্ধি অপ্রতুল,
মৃদু কন্ঠে বয়ে চলেছে কান্নার রোল।
এ দার ও দার, চারিধারে অভাবের দেয়াল,
চোখে কারো পরেনা, নেই কারো খেয়াল।

ছিন্ন বসনে আর কতকাল?
সুখ সমৃদ্ধির পরেছে আকাল।

অন্নের প্রতুলতা এনেই
কাটবে একাল ওকাল।

…………………...... দুখাই রাজ
০৭ এপ্রিল,১৩
সন্ধ্যা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১৬-০৭-২০১৩ ০২:৩০ মিঃ

আপনাকে অসংখ্য ধন্যবাদ!
দুখাই রাজ!

১৬-০৭-২০১৩ ০২:১০ মিঃ

dhonno holam alam vai,
onimes valobasa apnar jonno.

১২-০৭-২০১৩ ১৭:৪৯ মিঃ

এ আমাদেরই সৃষ্ট কর্মফল,
তা আমরা বইব চিরকাল।
যতদিন না জাগবে মানব সকল,
ততদিন বইতে হবে আমাদের এই ধকল।