“বেদখল জমি”
- দুখাই রাজ
নিশ্চিণ্হ জমির পরে আবার ফিরে,
পাবে কি দাড়াবার অংশটুকু?
ভোগ দখল করে চলেছে অন্যে,
যা ছিল তাও গেছে তোমার ভাগের যতটুকু।
আমার জমি বেদখল হয়েছে যেমনি,
তেমনি তোমার টাও অন্যে করে চাষ।
ফলন ভালই,ফসল গুলো বেড়ে উঠছে দেখনি?
বল কোথায় দাড়াবে?বাড়িও না নাভীঃশ্বাস।
দীর্ঘঃশ্বাস আর দহণ তোমায় উপহার দিলাম,
তুমি নিজেই যে করেছিলে, এই জমির নিলাম।
…………………............দুখাই রাজ
০৬.০৬.১৩,রাত
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।