"লজ্জা"
- দুখাই রাজ
বিশ্বের বুকে দেশ টার আজ কলংকময় চেহারা,
আর কতকাল হয়ে রব বিশ্ব সেরা বেয়ারা।
মনুষ্যত্ব থাকলে কি আর এমনটি হত?
নাই বলেই জাতির বুকে ক্যান্সারের ক্ষত।
শোকের মাতম আর কত কাল?
মরে মরে লেগেছে আকাল।
ঘরে ঘরে কান্নার রোল,
জাতি করেছে কোন কালের ভুল?
চোর চোট্টা দুর্নীতি খেয়ে ফেলল দেশটা,
ধরে ধরে বিচার কর তবেই হবে বেশটা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।