“বৃত্ত”
- দুখাই রাজ
একাকী বসে,তপ্ত বালুকায়।
উল্লাস ধূঁ ধূঁ বালুকণার।
উড়ালচন্ডি বাতায়নে
ঘুরে ফিরে বৃত্তের ভিতর,
ফিরে দেখা অতীত গুলো আবছায়া
ঘুর্ণায়মান,তৃপ্ত তিমির প্রভাত।
………………দুখাই রাজ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।