খোঁজ
- বৈশালী গাঙ্গুলী ২৭-০৪-২০২৪

অস্বস্তিকর নীরবতা যদি চারপাশটাকে ঘিরে ধরে; কি,কেন, কবে হ'ল- এমন প্রশ্নের উত্তরের, খোঁজ তখনই পড়ে! এমন খোঁজ যদিও নিষ্প্রয়োজন- অসম্ভব বাজে অভ্যাস। যেমন লাশের ভিড়ে খোঁজা যায় না, প্রেমিক বুকের স্পন্দন! উদাসীন চেহারা সহজ মনে হয়; আজ বুঝেছি- গা ছমছম ঘটনার সাক্ষীদের মনে, কেন সম্মান হারানোর ভয়! হবে না কেন- পরিচিত স্বজনের চোখের সামনে, সভাঘরে পাঁচজন শক্তিধরের স্থবিরতাকে, যদি ধর্ম সংস্থাপনের কারণ বলা যায়। আঁটোসাঁটো গম্ভীর মুখও খোঁজ করে, আনন্দে বেঁচে থাকার নির্যাস। আশ্বস্ত বোধের খোঁজ- ছিঁড়ে দেয়, শক্ত বাঁধনের নাগপাশ! মৃদুস্বরে পৃথিবী জোড়া প্রতিবাদ; বীরত্ব বলে- ঘনিষ্ঠতার নাম সর্বনাশ। নির্ঝঞ্ঝাট খোঁজে অস্বীকার- তারপর- কত শত পদক, ফলক ও পদবী সাধুবাদের শিলান্যাস। ======================

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।