আবার কল্পনা আঁকি
- উত্তম চক্রবর্তী ২৭-০৪-২০২৪

আবার নতুন করে এলো সুপ্রভাত,
সোনালি আলোকরশ্মি রাঙাবে প্রভাত।
আবার গাইবে পাখি ভোরের আলোয়,
ভরে যাবে শান্তি-সুখ নব চেতনায়।

আবার জীবন গড় নতুনের দলে,
ফেলে আসা তৃপ্তি,ক্ষোভ সব কিছু ভুলে!
হারিয়ে ফেলেছি কত ঐ আপনজন,
ফিরে-তো পাবোনা জানি অনুতাপে মন।

কতো গেল ঝড়-ঝঞ্ঝা বিগত বছরে,
বিস্মৃতির যত স্মৃতি শুধু মনে পড়ে।
বেদনার কালো রঙ মুছে যাক আজ,
সাজানো বাগান হোক ফুলে-ফলে সাজ।

আবার কল্পনা আঁকি এ নতুন সালে,
মুছে যাক সব গ্লানি, শুভ হোক হালে।
ভালোবাসা পেয়ে মোরা ধন্য হতে চাই,
কাঙ্ক্ষিত প্রত্যাশা সব পূর্ণ হবে তাই!

তাং- ০১/০১/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।