এখানেই সব নয়
- দুখাই রাজ
দুরাশার গ্রহণ লাগায়
দু,দিকে কড়াল চাপ
উপর থেকে নিচ বা নিচ থেকে উপর
পৃথ্বী সচল রথের টানে
ধোঁয়াশায় আছড়ে পড়া ধূঁপ
এখানে- ওখানে- সেখানে বা আমি- তুমি- সে
প্রভার অন্তিমে ঝুলে থাকা আকার
অতিবাহিত সময়ের মায়া
কথকতা ও কথনের আড়ালে জীবনবোধ
ক্রমশ মৃয়মান হওয়া অবয়বে হারাবার তিব্র ক্ষোভ।।
দুখাই রাজ
দুই। সাত। চৌদ্দ
রূপসাগর, রাতগভীর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।