ও পাশানী দেখা দিয়ে হারিয়ে গেলি কই
- বিচিত্র কুমার ২৯-০৪-২০২৪

ও পাশানী দেখা দিয়ে হারিয়ে গেলি কই
বুকটা আমার খাঁ খাঁ করে কেমনে একা রই
দুচোখেতে ঘুম আসেনা তোর নামটা অজানা
কেমনে আমি সই।।
ও পাশানী দেখা দিয়ে হারিয়ে গেলি কই।।

ইচ্ছে ছিলো বুকের ভিতর বাঁধব সুখের ঘর
ভালোবাসার পৃথিবীতে কেন হলি পর
বুকটা আমার করে শুধু এখন ধড়পড়
এ ব্যাথা কেমনে আমি সই।
ও পাশানী দেখা দিয়ে হারিয়ে গেলি কই।।

তুই কেন বুঝলি না আমি তোর দিবানা
ঘুম আসেনা দুচোখ ঘুম আসেনা
তোর মুখটা লাগে চিনা চিনা
বুকটা আমার খাঁ খাঁ করে কেমনে একা রই।।

বুকের ভিতর স্বপ্নছিলো রাখবো তোকে বেঁধে
হঠাৎ তুই দেখা দিয়ে আমায় গেলি কাঁদিয়ে
এ ব্যাথা কেমনে আমি সই।
ও পাশানী দেখা দিয়ে হারিয়ে গেলি কই।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।