হিংসা
- বিচিত্র কুমার ২৯-০৪-২০২৪

হিংসা থাকে মনের কোণে
হিংসা থাকে চোখে,
হিংসা থাকে শিরায় শিরায়
হিংসা থাকে মুখে।

হিংসা থাকে উঁচু-নিচুর
হিংসা থাকে পদের,
হিংসা থাকে ঘরে-বাহিরে
হিংসা থাকে গদের।

হিংসা থাকে ছোট-বড়র
হিংসা থাকে কর্মের,
হিংসা থাকে চলা-ফিরায়
হিংসা থাকে মর্মের।

হিংসা থাকে ধর্ম-বর্ণের
হিংসা থাকে জাতির,
হিংসা থাকে মানবদেহের
হিংসা থাকে খ্যাতির।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।