মুজিব মানেই বাংলাদেশ
- বিচিত্র কুমার ২৯-০৪-২০২৪

মুজিব মানেই দূরন্ত রাখাল ছেলে বাঁশি;
মুজিব মানেই চোখের কোণে স্বপ্ন রাশি রাশি।

মুজিব মানেই উদ্দীপনা বাঙালির জাগ্রত প্রাণ;
মুজিব মানেই একই স্বরে জয়বাংলা গান।

মুজিব মানেই বজ্রকণ্ঠে বাঘের গর্জন ;
মুজিব মানেই বীর শহিদের স্বাধীনতা অর্জন।

মুজিব মানেই বাংলার মাঠে ঘাটে ভাটিয়ালি গান;
মুজিব মানেই নদ-নদী পাখির কলতান।

মুজিব মানেই আশ্রয় বটবৃক্ষের ছায়া ;
মুজিব মানেই ভালোবাসার নাম স্নেহ আর মায়া।

মুজিব মানেই স্বাধীনতার সূর্য লাল সবুজের পতাকা ;
মুজিব মানেই বাংলাদেশ আমাদের স্বাধীনতা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।