স্বাধীনতা শব্দের অর্থ
- মো জাহিদুল ইসলাম ২৭-০৪-২০২৪

স্বাধীনতা শব্দটির অর্থ যদি
শুধু পতাকাই হয় —
তাইলে ১৯৭১ এর আগেও তো স্বাধীন ছিলাম
পতাকা তো তখনও ছিল

স্বাধীনতা শব্দটির অর্থ যদি
শুধু ভূখন্ডই হয় —
তাইলে ১৯৪৭ এর আগেও তো স্বাধীন ছিলাম
ভূখন্ড তো তখনও ছিল

স্বাধীনতা শব্দটির অর্থ যদি
শুধু ভাষাই হয় —
তাইলে ১৭৫৭ এর আগেও তো স্বাধীনই ছিলাম
কথা তো তখনও বাংলাতেই বলতাম
দুঃখ তো তখনও বাংলাতেই পেতাম

স্বাধীনতা শব্দটির অর্থ যদি
শুধুই জাতিগত পরচয় হয় —
হাজার বছর আগেও তো স্বাধীনই ছিলাম
বাঙালি তো তখনও ছিলাম

তাইলে স্বাধীনতা মূলত কী?

প্রজাদেরকে কী করে বলি
স্বাধীনতা শব্দের মূল অর্থ কী?
প্রজাদেরকে কী করে বুঝাই
স্বাধীনতা জিনিসটাই বা কী?

২৬ মার্চ, ২০২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৭-০৩-২০২৪ ০৩:৩৩ মিঃ

খুবই চমৎকার লিখেছেন প্রিয় ।

মো জাহিদুল ইসলাম
২৭-০৩-২০২৪ ১৬:০৮ মিঃ

ধন্যবাদ।